Kudrat Ullah

Kudrat Ullah
Educator

রবিবার, মার্চ ১৭, ২০১৯

এক নোয়াখাইল্লাহ স্ত্রীর চিঠি


ওগো হরানের স্বামী, ...

আন্নে ভালা আছেন্নি?
আইতো বেশি ভালা না।
হইর ঘাটে দি হড়ি কাইন্না আঙ্গুল ভাঙ্গি গেছে।
টিয়া হইসা কিছু দেন না।
চিন্তা দান্ধায় চুল বেগ্গুন উঠি গেছে।
বেগ্গুনে দেইখলে বেলু কই বোলায়।
বড় হোলার লুঙ্গি ছিরি গেছে।
হিয্যায় অন স্কুলে যায় না।
ছোড হোলা বল খেলতো যাই দাঁত ভাঙ্গি হালাইয়ছে।
বড় মাইয়া ভালা ইকগা থ্রিপিসের লাই স্কুলে যায় না।
ছোড মাইয়া হইরা বেডা দেখলে আব্বু আব্বু কইয়া বোলায়।
আন্নে তাড়াতাড়ি বাড়ীত চলি আইয়েন।
আন্নের মা কুত্তারে হিডি লাডি ভাঙ্গি হালাইছে আন্নে আইতে বিদাশী এক্কান লাডি আনিয়েন।

_______________________________ ইতি আন্নের রাণী |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

People Liked