Kudrat Ullah

Kudrat Ullah
Educator

রবিবার, মার্চ ১৭, ২০১৯

হতাশ হবেন না

জীবনের যে কোন সময়ে ব্যর্থতা আসতে পারে 
কিন্তু
তাতে ভেঙ্গে পড়া উচিত নয়। কারন জীবন
থেমে থাকে না, আপনি না চাইলেও সময় গড়াবেই।
ভবিষ্যত আপনাকে মোকাবেলা করতেই হবে।
তাই অহেতুক আর কোন অজুহাত নয়, সামানের
দিকে এগিয়ে চলুন আর ভুল থেকে শিক্ষা নিন ...

মনে রাখবেন ,

একটা দুইটা স্টেজে পা পিছলে পড়ে গেলেই
জীবনের দ্য এন্ড হয়ে যায় না।
জীবনটা অনেএএএক বড়... আর ঘুরে দাঁড়ানোর
সুযোগও অনেক ...

আমাদের জীবনে অনেকগুলা ধাপ পার হতে হয়।

একটা বা দুইটা ধাপে যদি কেও খারাপ করেও,
তাহলে কি তাকে বাতিলের খাতায়
ফেলে দেওয়া ঠিক? যদি আপনি ঠিক মনে করেন,
তাইলে নিচের লেখাগুলায় একটু চোখ বুলান।

একটা তথ্য – বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস

– এই তিনজনের মধ্যে একটা মিল আছে।
কোথায়? তারা তিনজনই ইউনিভার্সিটি ড্রপ আউট
স্টুডেন্ট। জুকারবার্গের তাও ব্যাচেলর
ডিগ্রি আছে, অন্য ২ জনের তাও নেই।

যে হার্ভার্ড থেকে বিল গেটস কিছুই পান নাই,

সেই হার্ভার্ডে তাকে আমন্ত্রন
জানানো হলো সম্মান জনক ডক্টরেট ডিগ্রি গ্রহন
আর সমাবর্তনে বক্তৃতা দেয়ার জন্য।
তিনি বললেন “যাক এতদিনে আমার সিভিতে লেখার
মত একটা কিছু পেলাম”
তিনি আর বলেন" 'আমি অনেক বিষয়
নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু কখনও প্রথম
হতে পারি নি। অথচ বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আমার কর্মচারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

People Liked