Kudrat Ullah

Kudrat Ullah
Educator

রবিবার, মার্চ ১৭, ২০১৯

বল্টু কবিতা লিখছে

বল্টু লিখছে....
.
*ছাগলের লেজ ছোট ছোট*
*কুকুরের লেজ বাঁকা*,
*ঐ মেয়ে তোর*
*চেহারাটা*
*দারুণ ঝাঁকানাকা*
.
মোটর সাইকেল দুই চাক্কা
ভ্যানের চাক্কা তিন,
*বউয়ের জ্বালায় সকল*
*স্বামীর জীবন*
*কেরোসিন* !
.
ব্রয়লার মুরগীর দাম কম
দেশী মুরগীর বেশি,
গয়না-শাড়ী কিনে দিলে*
মেয়েরা অনেক খুশি !
.
কিল মারে পিঠেতে
আর ঘুষি মারে নাকে,
পার্লারেতে মেয়েরা
মুখে ময়দা-সুজি মাখে !
.
বিড়াল ডাকে ম্যাঁও ম্যাঁও
কুকুর ডাকে ঘেউ,
মেয়েদের মন বোঝার মতো
নাই রে দুনিয়ায় কেউ !
.
সাপে কামড়ায় পায়েতে আর
মশা কামড়ায় গালে
কল না দিয়ে মেয়েরা থাকে
মিসকল দেয়ার তালে
.
৥ কবিতাটি ফেসবুক থেকে সংগৃহিত ৥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

People Liked