Kudrat Ullah

Kudrat Ullah
Educator

রবিবার, মার্চ ১৭, ২০১৯

ইঞ্জিনিয়ার এর কান্ড

এক ইঞ্জিনিয়ার কিছুতেই চাকরি পেলনা।
তখন সে একটা ক্লিনিক খুলল আরবাইরে লিখে দিল,
“৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান।
চিকিৎসা না হলে একহাজার টাকা ফেরৎ।“

এক ডাক্তার ভাবল এক হাজার টাকা রোজকার করার 

একটা দারুণ সুযোগ.....
সে সেই ক্লিনিকে গেল আর বলল “আমার কোন জিনিষ
খেতে গেলে তাতে কোন স্বাদ পাইনা।“
ইঞ্জিনিয়ার নিজের নার্সকে বলল,
“২২ নাম্বার বক্স থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও।“
নার্স খাইয়ে দিল।
রুগী (ডাক্তার)– “আরে, এটা তো পেট্রোল।“
ইঞ্জিনিয়ার– “Congratulation ..... দেখলেন তো আমাদের
ক্লিনিকের কামাল।
আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন।
এবার আমাকে আমার ৩০০ টাকা ফিসটা দিয়ে দিন।
“ কিন্তু ডাক্তার ভীষণ চতুর। ভাবল,
একে টাইট করতে হবে, আর পয়সাটাও উসুল করতে হবে।

তাই আবার কিছুদিন পর সে সেই ক্লিনিকে এল।

ডাক্তার– “সাহেব, আমার মেমরী কমে গেছে। কিছুই মনে থাকেনা।“
ইঞ্জিনিয়ার– “নার্স, এনাকে সেই ২২ নাম্বার বক্সথেকে ৩ ফোটা দাও।“
রূগী (ডাক্তার)– “কিন্তু স্যার, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।“
ইঞ্জিনিয়ার– “দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমরী ফিরে এসেছে। দিন, আমার ৩০০ টাকা।“

এবার ডাক্তার বেশ রেগেই বাড়ি গেল আর আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বলল, “স্যার, আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে।

সবই খুব ঝাপসা দেখছি।“
ইঞ্জিনিয়ার– “এর কোন ওষুধ আমার কাছে নেই। এই নিন, আপনার ১০০০ টাকা।“
রুগী (ডাক্তার)– “কিন্তু এটা তো ৫০০ টাকার নোট।“
ইঞ্জিনিয়ার– “দেখুন, আপনার দৃষ্টিও ফেরৎ এসে গেছে। দিন আমার ৩০০ টাকা।“

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

People Liked