Kudrat Ullah

Kudrat Ullah
Educator

রবিবার, মার্চ ১৭, ২০১৯

মানব সৃষ্টির প্রাক্কালে

গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন- 
তুই আজীবন কঠোর পরিশ্রম করবি,
অন্যের বোঝা বয়ে বেড়াবি!!
তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা!! 
তোকে আয়ু দিলাম ৫০ বছর!! 
গাধা কয়- ক্যামনে কি?? 

এত কষ্ট কইরা আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা!! 

পিলিজ লাগে, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দেন!! 
সৃষ্টিকর্তা বললেন- যাহ, তাই দিলাম!! 

কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু,

কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি!! তোর আয়ু হবে ৩০ বছর!! 
শুনে কুকুর ঈশ্বর কে বলল!! দয়া কইরা, একটু শর্ট কইরা ১৫ কইরা দেন!! 
এতদিন বাঁচতাম চাই না!! ঈশ্বর এইবারও রাজি হয়ে গেলেন!! 

এরপর উনি বানরকে বললেন - হে বানর,

তোর একমাত্র কাজ হবে লাফায় লাফায় এক গাছ থেকে আরেক গাছে যাওয়া!!
আর তামশা দেখায়া মানুষকে বিনোদন দেয়া!!
তোর আয়ু দিলাম ২০ বছর!! বানর মনে মনে কয়- কেও আম্রে মাইরালা.....। 
সে আবেগে কাইন্দালায়া ঈশ্বরকে বলল- দিবেনই যখন ১০ বছর দেন,
আমি এত বড় জীবন দিয়া কি করাম?? 

ঈশ্বর এইবার পুরুষকে বলল, তুমি হইবা সৃষ্টির শ্রেষ্ঠ জীব!! 

সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ!! তোমার আয়ুও হবে ২০ বছর!! 
সেতো ভিত্রে ভিত্রে খুশিতে পাগল হয়ে গেসে 
কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০ বছর??
ক্যাম্নে কি?? সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করণ যায় না?? 
আপনি আমারে গাধার ফেরত দেয়া ৩০ বছর, কুত্তার ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দেন!!
আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ টু দ্য ফুলেস্ট!! 
ঈশ্বর বললেন-নিজের বুঝ পাগলেও বুঝে, তুই বুঝলি না!! 
যাহ, দিলাম!! সেই থেকে ছেলেরা, পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে!!
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে 
বেচে থাকে কুকুরের মত!!

আর তার পরের দশ বছর বানরের মত, 

কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘুরে 
আর নাতি নাতনিরে বিনোদন দেয়াই হয় তাদের প্রধান দায়িত্ব!!!·

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

People Liked