Kudrat Ullah

Kudrat Ullah
Educator

রবিবার, মার্চ ১৭, ২০১৯

এক দাসী রাজার পাঞ্জাবী ধরে আছেন

এক দেশে এক রাজা ছিলেন। 
তিনি এক দাসীকে সে খুব ভালোবাসতো। এই নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যে এতো সুন্দরী মেয়েরা থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা সুন্দরী মহিলাদের জমায়েত এর আয়জন করো, এই আয়োজনে সব সুন্দরী মেয়েরা থাকবেন আর ঐখান থেকে যাকে আমার পছন্দ হবে থাকেই আমি বিয়ে করবো। তো দিন তারিখ ঠিক হলো, রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির, এই প্রত্যাশায় যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। 

সময় মতো রাজা ও সেই দাসি এবং সবাই হাজির হলেন, রাজা তার সব ধন-সম্পদ, হীরা, মনি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করবো পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করবো কাকে আমি বিয়ে করবো। তো যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো, মনিমুক্তা, হীরা, টাকা- পয়সা নিলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবীতে ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেয়া শেষ হলো দেখা গেল সবাই নিয়েছেন কিন্তু সেই দাসি কিছু নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পাঞ্জাবী ধরে আছেন। 


সবাই অবাক হয়ে জিজ্ঞাস করলেন '' হে দাসী তুমি তো গরিব তোমার অনেক কিছু দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবী ধরে রেখেছ কেন?'' উত্তরে দাসি বলল ''আপনারা তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই, যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার, তাই আমি সম্পদের মালিকের পাঞ্জাবী ধরে রেখেছি।'' তখন রাজা বললেন এবার হয়তো সবাই বুঝতে পেরেছেন আমি কেন রাজ্যের এতো সুন্দরী রেখে দাসিকে ভালবাসি? 


সবাই বললেন হ্যাঁ বুঝতে পেরেছি। . . . . . . . . . . . . . . . . . . . . . . 


শিক্ষা:- আসুন দুনিয়ার সম্পদ নয় এই সম্পদের মালিকের হয়ে যাওয়ার চেষ্টা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

People Liked